Header Ads

 • সর্বশেষ

  অনেক উজ্জ্বল গ্যালাক্সীর গ্রহগুলির আকাশ কি অন্ধকার হবে?

  নির্ভর করছে গ্যালাক্সীর কোন জায়গাতে গ্রহটির অবস্থান তার ওপর। মিল্কিওয়ে নিজেও অনেক বিশাল ও উজ্জ্বল গ্যালাক্সী, তার পরও পৃথিবীর রাতের আকাশ কাল দেখায়। কেন?
  কারণ হল দূরত্ব। 
  আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের দূরত্ব প্রায় ৪ আলোকবর্ষ। এই দূরত্বে নক্ষত্র যতই উজ্জ্বল হোক না কেন, তাকে একটি বিন্দুর চেয়ে বড় কিছুতেই দেখাবেনা। যদি রাতের আকাশকে উজ্জ্বল দেখতে হয়, তবে কাছাকাছি অনেকগুলি নক্ষত্র থাকতে হবে। এখন পর্যন্ত অল্প কিছু গ্যালাক্সী আবিষ্কার হয়েছে যেখানে নক্ষত্রের ঘনত্ব তুলনামূলক বেশী। আসলে এরকম জায়গা খুজলে তা গ্যালাক্সীর গ্লোবিউলার স্টার ক্লাস্টারের ভেতরে পাওয়া যাবে, অন্য কোথাও থাকার সম্ভবনা বেশ কম। গ্লোবিউলার স্টার ক্লাস্টারে নক্ষত্র গুলি খুবই কাছাকাছি অবস্থান করে, অনেকটা সৌরজগতের গ্রহগুলি যেমন দূরত্বে অবস্থান করছে এমন। আমরা যদি গ্লোবিউলার স্টার ক্লাস্টারের কোন একটি নক্ষত্রের গ্রহে বাস করতাম তবে রাতের আকাশ কখনই অন্ধকার পেতাম না। আকাশে খুব কাছাকাছি এত বেশী নক্ষত্র দেখা যেত যে নিজ নক্ষত্রসহ অন্য নক্ষত্র গুলিও সূর্যের মত বড় দেখাত। গ্রহটিতে চিরস্থায়ী দিন থাকত। 
  এই ধরণের জায়াগা পাওয়া সম্ভব নয়। কারণ গ্রহটির কক্ষপথ খুবই পরিবর্তনশীল হত। কারণ সেখানে নক্ষত্রগুলি এত কাছাকাছি অবস্থান করছে যে তাদের গ্র্যাভিটির প্রভাব অনেক বেশী হত। যদি এমন কোন গ্রহ থেকেও থাকে তবে গ্রহটি হবে যথেষ্ট উষ্ণ আবহাওয়ার। সেখানে পানি অবশ্যই তরল হিসেবে থাকতে পারবেনা।  .
  তাহলে কি বাস্তবে এমন কোন গ্রহই নেই?
  শিল্পীর কল্পনায় প্রক্সিমা সেন্টুরাই বি এর আকাশ। 
  উত্তর হল "আছে। প্রক্সিমা সেন্টুরাই বি।" এই গ্রহটি একটি নিষ্প্রভ নক্ষত্র প্রক্সিমা সেন্টুরাইকে প্রদক্ষিণ করছে। এই নক্ষত্রের কাছাকাছি আরও দুটি নক্ষত্র আছে। এতটাই কাছাকাছি যে প্রক্সিমা সেন্টুরাই বি এর রাতের আকাশ পৃথিবীর চেয়ে অনেক বেশী উজ্জ্বল হবে। আর দিনের বেলায় দেখা যাবে তিনটি সূর্য।   
  উজ্জ্বলতা শব্দ দিয়ে অনেক কিছু বোঝায়। যেসব গ্রহের খুব কাছাকাছি একটির বেশী নক্ষত্র থাকে তাদের কক্ষপথ স্থায়ী হবার সম্ভবনা খুবই কম। সেই সাথে তাপমাত্রা অনেকে বেশী থাকবে যার কারণে প্রাণের সম্ভবনাও শূন্য। 

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad