Header Ads

 • সর্বশেষ

  যদি সূর্য মিল্কিওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায় তবে প্রাণের কি হবে?

  গ্যালাক্সীর ভেতরে নেই এরকম অনেকে নক্ষত্র আছে। এসব নক্ষত্র প্রথমে গ্যালাক্সীর ভেতরেই তৈরি হয়।পরে অন্যান্য নক্ষত্রের সাথে গ্র্যাভিটি বিষয়ক ঝামেলা হবার কারণে যথেষ্ট গতির সৃষ্টি করে গ্যালাক্সী থেকে ছিটকে বাইরে চলে যায়।

  যদি এরকম আমাদের সৌরজগতের সাথে ঘটে তবে সাথে সাথেই প্রাণের উপর প্রভাব পড়বেনা। কয়েক মিলিয়ন বা তারও অনেক বেশী সময় লাগবে প্রাণের উপর কোন ধরণের প্রভাব পড়তে। গ্যালাকটিক স্কেলে এসব জিনিস পুরোপুরি সম্পন্ন হতে অনেক সময় লাগে। তবে সেসময় এখনকার চেয়ে আকাশে অনেক কম নক্ষত্র দেখা যাবে। কিছু কিছু জিনিসের পরিবর্তন হবে যেমন কসমিক রেডিয়েশনের মাত্রা কমে যাবে। 
  কিন্তু সৌরজগতের সাথে অন্য নক্ষত্রের সাথে গ্র্যাভিটির মিথস্ক্রিয়া হলে সৌরজগতের উপর যথেষ্ট প্রভাব পড়বে। এমন কি পৃথিবীর কক্ষপথেরও পরিবর্তন হয়ে যেতে পারে। এটা পৃথিবীর প্রাণের উপর বেশ প্রভাব ফেলবে। সূর্য মিল্কিওয়ের বাইরে না কি ভেতরে সেটার সাথে প্রাণের অস্তিত্বের কোন প্রভাব নেই।  
  অন্যদিকে আজ থেকে কয়েক বিলিয়ন বছর পর মিল্কিওয়ে ও এন্ড্রোমিডার মাঝে সংঘর্ষ হবে এবং এই দুটি গ্যালাক্সী একীভুত হয়ে আরও বড় গ্যালাক্সীতে পরিণত হবে। গ্যালাক্সী গুলি তুলনায় সূর্যের মত নক্ষত্রের চেয়ে অনেক বড়। ঐ সময় তারায় তারায় সংঘর্ষ হবেনা। কিন্তু অসংখ্য তারার কক্ষপথ স্বাভাবিকের চেয়ে অনেক বেশ পরিবর্তিত হবে। অনেক নক্ষত্র গ্যালাক্সী থেকে ছিটকে বেরিয়ে যাবে। ততদিনে সূর্য হয়ত তার জীবনের শেষ ধাপে পৌঁছে যাবে এবং একটি রেড জায়ান্টে পরিণত হবে যার বাইরের স্তর শুক্রের কক্ষপথকে অতিক্রম করে ফেলবে। সেই সাথে পৃথিবীর ধ্বংস অনিবার্য। 

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad