Header Ads

 • সর্বশেষ

  ট্যাকোক্লাইন। The Sun's Tachocline.

  ট্যাকোক্লাইন হল সূর্যের কনভেক্টিভ জোন ও রেডিয়েটিভ জোনের মিলনস্থল। এটা ভেতর থেকে বাইরের দিকে সূর্যের তিন নম্বর স্তর। এই স্তরে প্রচন্ড ঘর্ষণ বল কাজ করে কারণ রেডিয়েটিভ জোন ও কনভেক্টিভ জোনের ঘূর্ণন গতি আলাদা। কনভেক্টিভ জোনের বাইরের দিকটা সাধারণ তরলের মত প্রবাহিত হয়। কিন্তু এর নিরক্ষরেখার দিকটা মেরুর দিকের চেয়ে জোরে পাক খায়। অন্যদিকে রেডিয়েটিভ জোন সলিড-বডি মুভমেন্ট দেখায়। 

  সাম্প্রতিক সময়ের পাওয়া হেলিওসিসমোলজিক্যাল তথ্য থেকে জানা যায় যে সূর্যের ট্যাকোক্লাইন সূর্যের কেন্দ্র থেকে তার ব্যাসার্ধের ৭০% বাইরের দিকে অবস্থিত। এই এলাকার প্রশস্ততা হল সূর্যের সম্পূর্ণ ব্যাসার্ধের ৪%। এ থেকেই বোঝা যায় যে এই এলাকার ঘর্ষণ বল অনেক বেশী এবং বড় শক্তির ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ১৯৯২ সালে এডওয়ার্ড স্পাইজেল ও জীন পল জান তাদের একটি প্রকাশনায় সূর্যের ট্যাকোক্লাইনকে সমুদ্রের ট্যাকোক্লাইনের সাথে তুলনা করেন।  

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad