Header Ads

 • সর্বশেষ

  সাইক্লোন মিরিনে।

  সাইক্লোন মিরিনে জুলাই ২০১৬ সালের শেষ দিকে চীনের হাইনান দ্বীপ ও উত্তর ভিয়েতনামে আঘাত হানে। এটি ২৫শে জুলাই,২০১৬ লুজন,ফিলিপাইনের দক্ষিণে একটি নিম্নচাপ থেকে সৃষ্টি। তারপর ২৬শে জুলাই,২০১৬ এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে আসে।এটি তখন ট্রপিক্যাল ঝড়ে রূপ নেয় এবং হাইনান দ্বীপপুঞ্জে ব্যাপক ভূমিধ্বস ঘটায়।২৭শে জুলাই,২০১৬ই এটি আরও মারাত্মক আকার ধারন করে এবং উত্তর ভিয়েতনামের রেড রিভার বদ্বীপে আবারো ভূমিধ্বস ঘটায়। 


  ২৯শে জুলাই,২০১৬ এই ঝড়ের কারনে ৫ জন নিখোঁজ ও আরও ৫ জনের প্রানহানী ঘটে। উত্তর ভিয়েতনামে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়াতে অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। মিরিনের জন্য ১২টি নৌকাডুবি, ১৪২৫টি বাড়ি নষ্ট ও প্রায় ৫০০০ গাছপালা উপড়ে যায়। ২৮৯ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয় ভিয়েতনামের।


  জুলাই ২৫,২০১৬ এ পারাসেল দ্বীপ পুঞ্জের ৩০০ কিমি পূর্বে দক্ষিণ চীন সাগরে এর উৎপত্তি। ঘন্টায় এর গতিবেগ ছিল ৯৫কিমি। 

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad